সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বুধবার (১৮মে) বেলা ১১টায় প্রদর্শনীপ্রাপ্ত ৯ জন মৎস্যচাষির মাঝে প্রদর্শনী পুকুরের উপকরণ হিসেবে মাছের পিলেট খাদ্য, খৈল, চুন, সার ও সাইনবোর্ড বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে মৎস কর্মকর্তা সেলিম রেজা জানান, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশ মাছচাষে স্বয়ংসম্প‚র্ণতা অর্জন করেছে।
মৎস্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মৎস্যচাষিদেরকে আধুনিক প্রযুক্তিতে মাছ চাষে উদ্বুদ্ধ করতে মাছের পোনা, খাদ্যসহ মাছচাষ সহায়ক বিভিন্ন উপকরণ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় কামারখন্দ উপজেলায় প্রদর্শনী প্রাপ্ত মৎস্যচাষির মাঝে মাছের পিলেট খাদ্য, চুন, সার, খৈল ও সাইনবোর্ড বিতরণ করা হলো। বিভিন্ন প্যাকেজভিত্তিক এসব প্রদর্শনীর সঠিক বাস্তবায়নের ফলে কামারখন্দ উপজেলার মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্যচাষিরা উন্নত প্রযুক্তিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষে উদ্বুদ্ধ হবে বলে আমার বিশ্বাস করি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।
মৎস্য অধিদপ্তরের ২১-২২ অর্থ বছরে চলমান ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা স¤প্রসারণ প্রকল্প, রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প ও ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ -২ ( এনএটিপি-২) প্রকল্পের আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।