এনডিপি প্রবীণ কল্যাণ কর্মসূচির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সিরাজগঞ্জের দরগা রোডস্থ এনডিপি প্রবীণ কল্যাণ কর্মসূচির অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবীণ সদস্য নূর মোহাম্মদ ও গীতা পাঠ করেন প্রবীণ সদস্য সুজন বন্ধু ভট্টাচার্জ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় এর সমাজসেবা অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার মো. জেল হোসেন। সভায় বিস্তারিত আলোচনা করেন প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। সভাটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ সদস্যবৃন্দ। সভায় প্রবীণদের জীবনমান উন্নয়নে বিষয়ে বিস্তারিত অলোকপাত হয়।