কামারখন্দজাতীয়সদরসিরাজগঞ্জ

নাটোরে এনডিপি-প্রবীণ কর্মসূচীর শীতবস্ত্র বিতরণ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক পরিচালিত প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

গত ১৭ জানুয়ারি, নাটোর জেলার গুরুদাসপুর  উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা স্বতস্ত্র  এবতেদায়ী  মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়। এতে ১০৫ জন বয়স্ক প্রবীণকে ১ টি করে (শীতবস্ত্র ) কম্বল বিতরন  করা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আখতার (লিপি)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন, এনডিপি’র পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ। এছাড়াও ইউপি সদস্য মো: সেলিম জাহাঙ্গীর স্বপন, সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা: হালিমা বেগম ও মোছা. মার্জিয়া খাতুন, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আ. সামাদ, সভাপতি মো: নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ৪নং মশিন্দা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান  মো. আ. বারি।

অনুষ্ঠানের  অতিথিবৃন্দের মধ্যে শুরুতে ইউনিয়ন প্রবীণ কমিটির সহ-সভাপতি মো: নজরুল তাঁর বক্তব্যে বলেন যে, অত্র মশিন্দা ইউনিয়নে প্রবীণদের নিয়ে এনডিপি যে কাজ করছে তা অত্যান্ত প্রশংসনীয় এবং প্রবীণদের জন্য তা সহায়ক। তিনি আরও বলেন এনডিপি অত্যান্ত স্বচ্ছতার সঙ্গে সকল কাজ বাস্তাবায়ন করে থাকেন। এই কম্বল বিতরনের ক্ষেত্রে ও স্বচ্ছতার সঙ্গে তালিকা করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মো: সাদেক হোসেন বলেন অত্র ইউনিয়নে যতগুলো সংস্থা কাজ করছে তর মধ্যে এনডিপি সমৃদ্ধি ও প্রবীণ কর্মসুচির মাধ্যমে মানুষের কল্যাণমুখী বহূধরনের কাজ বাস্তবায়ন করে থাকেন যা প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আখতার (লিপি) বলেন, এনডিপির নির্বাহী পরিচালকের সেবামূলক পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বে মশিন্দা ইউনিয়নে অসহায় প্রবীণদের নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। এই ধরনের কাজের ফলে এলাকার অসহায় প্রবীণগন পরিবারের নিকট গ্রহন যোগ্যতা ও আত্মমর্যাদা বেড়েছে। যাদের অনেকের অবস্থান হতো বৃদ্ধাশ্রমে।

সংস্থার পক্ষে মো. মোসলেম উদ্দিন পরিচালক (ঋন সহায়তা কর্মসূচি) বলেন, অত্র  মশিন্দা ইউনিয়নে এনডিপি ক্ষুদ্র ঋনের পাশাপাশি মানুষের সেবায় প্রবীণ জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন কর্মসূচি ও সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে অত্র ইউনিয়নে বহূমুখী উন্নয়ন ও সেবামূলক কাজ বাস্তবায়ন করছে যা আপনাদের সকলের সহযোগিতা এবং আমদের প্রচেষ্টার মাধ্যমে সফলভাবে বাস্তবান হচ্ছে। তিনি আগামীতে ও সহযোগিতার আশা  ব্যাক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি চেয়ারম্যান মো. আ. বারী  এনডিপির এই ধরনের মহতী উদ্যোগে তিনি অভিভূত এবং সরকারের উন্নয়ন ও সেবামূলক কাজের  সাথে মিল রেখে সামাজিক উন্নয়নমূলক কাজের অবদান রাখায় কৃতজ্ঞতা জানান। তিনি আরও  বলেন, বর্তমান সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসাবে এনডিপি অত্র ইউনিয়নে বিভিন্ন প্রবীন নবীন সহ সকল শ্রেনীর মানুষের কল্যানে গুরুত্বপূর্ন অবদান রাখছেন , কারন অত্র ইউনয়নে আর ও অন্যান্য সংস্থা ও কাজ করে থাকলে ও এনডিপির মত এ ধরনের সেবামূলক কাজ কেউ করেনি। তাই পিকেএসএফ সহ এনডিপিকে অসংখ্য  ধন্যবাদ দেন এবং এ ধারা অব্যাহত রাখার ও প্রত্যয় ব্যাক্ত করে উপস্থিত অতিথিগনসহ সম্মিলিতভাবে আগত ১০৫ জন প্রবীণদের মাঝে কম্বল বিতরন করেন।

অনুষ্ঠানে এনডিপি’র এরিয়া ম্যানেজার মো. সাইদুর রহমান, সমৃদ্ধি প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. কছিম উদ্দিন, শাখা ব্যবস্থাপক  মো. সেলিম হোসেনসহ অন্যান্য সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই অতিরিক্ত কৃষি অফিসারের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো. সাব্বির আহমেদ সিফাত এবং কৃষিবিদ মোছা. মিশু আকতার এর বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময়ে অনুষ্ঠানে তাদের দু’জনকে ফুলেল শুভেচ্ছা, উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে উক্ত বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে, ফুলের তোড়া, উপহার ও ক্রেস্ট প্রদান করেন, সদর উপজেলা কৃষি অফিসের কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত। এসময়ে সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্ঠা সেনগুপ্তা, সহ. কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার শফিকুর রহমান, এসএপিপিও মো. রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মী মো. সাইদুজ্জামান ছাবেরী, অঃ সহঃ কামঃ কম্পিউটার মুদ্রা মো. লিখন সরকার, অফিস সহায়ক মো. আবুল হাশেমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button