গত সোমবার, ২২ জানুয়ারি ২০২৪, এনডিপি প্রবীণ কল্যাণ কর্মসূচির সহযোগিতায় এনডিপি প্রবীণ কল্যাণ কর্মসূচির কার্য্যালয়ে দরিদ্র শীতার্ত প্রবীণদের মাঝে কম্বল উপহার এবং মৃত প্রবীণ ব্যক্তির সৎকারের জন্য ৫ হাজার টাকা প্রদান করা হয়। সংস্থার দরগা পট্টীস্থ কার্যালয়ে বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান, এনডিপি’র কার্য নির্বাহী কমিটির সহসভাপতি মো. আছির উদ্দিন মিলন, এনডিপির পরিচালক(সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ এবং দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠ্গাারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।
উল্লেখ্য কর্মসূচিটি এনডিপি’র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।