গত মঙ্গলবার ০২ মে সিরাজগঞ্জের নান্দিনা মধুকুটির ,দরগা রোডে এনডিপি প্রবীণ কল্যাণ কর্মসূচির অফিসে মাসিক সমন্বয়ন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক আবু নাইম মো. জুবায়ের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপির জোনাল ম্যানেজার মো. ওমর ফারুক।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রবীণ সদস্য বৃন্দ, শাখা ব্যাবস্থাপক মো. শাহিনুর ইসলাম, প্রবীণ কর্মসুচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।
সভায় উপস্থিত প্রবীণ সদস্যরা বিভিন্ন দাবি করেন, প্রধান অতিথি পর্যায়ক্রমে সকল দবি পুরন করা হবে বলে আশ^াস প্রদান করেন। উল্লেখ্য কর্মসূচিটি এনডিপি’র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।