স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে সামাজিক আচরণ পরিবর্তনে উন্নয়ন এবং যোগাযোগের মাধ্যমে মহিলা শিক্ষিকাদের সম্পৃক্ততা করণ ও মাঠ পর্যায়ে জন সাধারণকে ১৫ টি মৌলিক আচরণ পরিবর্তনে উদ্বুদ্ধকরণ এবং কাজে বাস্তবায়নে প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর এলাকায় অবস্থিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইউনিসেফ এর সহযোগিতায় ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ উপপরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা সকল সময়ে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন অসহায় মানুষদের পাশে থেকে হাতে কলমে শিক্ষা ও প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে তাদেরকে সাবলম্বী করে গড়ে তোলা হবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে তারা অন্যজনদের মাঝে ছড়িয়ে দিবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বতর্মানে ইসলামিক ফাউণ্ডেশন মসজিদ ভিত্তিক কার্যক্রম ও হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভিক্তিক শিক্ষা কার্যক্রম চলছে।
সে সময়ে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন ইউনিসেফ যৌথ কার্যক্রমের প্রোগ্রাম অফিসার মুহাম্মদ সোহায়েল আহমদ, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ, জিসি ইসলামিক ফাউণ্ডেশন বেলকুচি প্রমুখ।