স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত বুধবার, ৭ জুন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঘোষগাঁতীতে প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ এ.কে.এম.মফিদুল ইসলাম। স্বাগত ও বিষয়ভিত্তিক বক্তব্যে রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
প্রশিক্ষণ আরও বক্তব্যে রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. আসয়াদ বিন খলিল রাহাত, কৃষিবিদ মো. শাহাবুদ্দিন আহমেদ, কৃষিবিদ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সরোয়ার হোসেন। দু’ব্যাপি এ প্রশিক্ষণে উল্লাপাড়া উপজেলা ৩০ জন কৃষক -কৃষাণী অংশ গ্রহন করে।