সদরসিরাজগঞ্জ

জাতীয় শিক্ষাক্রম বিস্তরন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সিরাজগঞ্জ অফিস: সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস আয়োজিত সিরাজগঞ্জ ও পাবনা জেলার মাধ্যমিক পর্যায়ের ২৭০জন মেধাবী শিক্ষকদের জন্য নতুন জাতীয় শিক্ষাক্রম বিস্তরন বিষয়ক (উপজেলা পর্যায়ের প্রশিক্ষক তৈরীর লক্ষ) ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাই স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১সালের মধ্যেই বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেন সে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে নতুন প্রজন্মের মানুষদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ দিতে হবে। এ লক্ষ্যে সিরাজগঞ্জ সহ সারা দেশের মেধাবী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণে যিনি মনোযোগী হবেন তিনি ভাল শিক্ষক হবেন। তিনি আরও বলেন, ২০২৩সালে ছষ্ট শ্রেণী থেকেই নতুন ও আধুনিক শিক্ষা পদ্ধতি শুরু হবে ।এর উদ্দেশ্য মানব সম্পদ তৈরী করা। যে মানুষগুলো স্মার্ট বাংলাদেশের কান্ডারী হবেন।

সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা কাজি সলিম উল্লাহ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: তমাল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ১ মোহাম্মদ নুরুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাজেদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button