রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে মিশ্র ও আন্তঃফসল চাষে কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষি ও সেচ স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাচ্চু। জাইকা ইউজিডিপি প্রকল্পের প্রতিনিধ মো. আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শহিদুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোছা. শাহানা পারভীন লাবনী। ১ম পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। ৩ ধাপে মোট ১৪০ জনকে এই প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ কর্মশালাটি উপজেলা কৃষি ও সেচ কমিটির বাস্তবায়নে ও উপজেলা পরিচালনা করেন উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি (জাইকা) এর সহায়তায় অনুষ্ঠিত হয়।