সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জার্মান রেড ক্রিসেন্ট সোসাইটি সহযোগিতায় ও সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও অগ্নিকান্ড মোকাবেলায় দুর্যোগ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, সকালে স্থানীয় ভিক্টোরিয়া হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পরিষদ ও সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান।

এসময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি  ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি ম্যানেজিং কমিটির সদস্য আশানুর বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ১ নুরুল হক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ জেলার রেডক্রিসেন্ট ইউনিট অফিসার রবিউল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, বি এল সরকারি স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে প্রস্ততি মহড়ায় অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ। এবং সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স  এর কর্মীরা অগ্নিকান্ড মোকাবেলার মহড়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আত্মমানবতার সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এই সংগঠন বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও রেড ক্রিসেন্ট বন্যা, জলোচ্ছ্বাস, শৈত্য প্রবাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় দুস্থ ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, কম্বল বিতরণ ও অন্যান্য কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হলো দুর্যোগ প্রশমনে এই প্রশিক্ষণ কর্মশালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button