চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে এবং দুর্যোগ পূর্ববর্তী ও দুর্যোকালীন এবং পরবর্তী সময়ে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা যোগাযোগ ও ভৌত অবকাঠামো বিষয়ক কমিটির বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে তিন দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দুর্যোগ পুর্ববর্তী ও দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে দুর্যোগ মোকাবেলার করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা আ.লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবীব, জাইকার প্রতিনিধি কালি কৃষ্ণ পাল (ইউডিএফ), নাগরপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান আলহাজ আ. মতিন মন্ডল, মো. জাহাঙ্গীর আলম, মো. নজরুল ইসলাম, মো. রমজান আলী সহ ইউপি সদস্য, শিক্ষক, উপজেলা স্কাউটসের সদস্য ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় বক্তারা, বজ্রপাত, বন্যার, ভূমিকম্প, অগ্নিকান্ড, বাড়িতে বৈদ্যুতিক ও গ্যাস, ঝড়-জলোচ্ছাস ও নদী ভাঙ্গনে করণীয় বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বিশ্বে এখন রোল মডেলে পরিণত হয়েছে।