গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণায়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর কর্মকর্তাদের ২ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। গত ১ ও ২ ডিসেম্বর, এনডিপি’র প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ‘ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক।
এসময় তিনি এনডিপি বাস্তবায়িত প্রকল্পসমূহ ও ঋণ সহায়তা কর্মসূচির সফলতা নিয়ে আলোচনা করেন এবং পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ এমআরএ এর আওতাধীন সকল সংস্থার কর্মকর্তাদের প্রদান করা হবে বলে উল্লেখ করেন। প্রশিক্ষণে এমআরএ এর পরিচালক মো. নূরে আলম মেহেদী ও সিনিয়র সহকারী পরিচালক সুমন চাকমা ও এনডিপি’র পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল ও পরিচালক (অর্থ ও হিসাব) মিলন কুমার রায় উপস্থিত ছিলেন।
দুই দিনের এ প্রশিক্ষণে সিআইবি পর্যালোচনা, ন্যাশনাল ডেটাবেজ ও তথ্য প্রদান ব্যবস্থাপনা, মানি লন্ডারিং প্রতিরোধ ব্যবস্থাপনা, এমআরএ আইন ২০০৬ ও বিধিমালা ২০১০, সিটিজেন চার্টার ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, ক্ষুদ্র্ঋণ প্রতিষ্ঠানে মানবসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব, জাতীয় শুদ্ধাচার চর্চা, আর্থিক প্রতিবেদন বিশ্লেষন, এমআরএ কর্তৃক জাতিকৃত সার্কুলার, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের তহবিল ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির ২ জন সহকারী পরিচালক, ৫ জন জোনাল ম্যানেজার, ২০ জন এরিয়া ম্যানেজার, মানব সম্পদ ও প্রশাসনের বিভাগের সহকারী পরিচালক, প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাকসহ এনডিপি’র ৩১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরবর্তীতে সকল অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।