সহযোগী সংস্থা ইফাদ ও পিকেএসএফ-র আর্থিক সহযোগিতায় এবং এনডিপি বাস্তবায়িত আরএমটিপি এর উপ-প্রকল্প -‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সার্ভিস প্রোভাইডারদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ এর সামপনী অনুষ্ঠিত হয় গত ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।
এনডিপি প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত ৩ ধাপে ৩ দিন করে মোট ৯ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কামারখন্দ উপজেলায় ৬ ইউনিয়নে কর্মরত গবাদি প্রাণীর চিকিৎসা সেবা ও কৃত্তিম প্রজননের সঙ্গে যুক্ত ২০ জন এলএসপি।
৯ দিনের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, সরকারের পাশাপাশি এনডিপি বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবনমানের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষি ও জীবিকায়ন, শিক্ষা স্বাস্থ্যপুষ্টি ও পরিচ্ছন্নতা, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, সু-শাসন, উদ্যোক্তা উন্নয়ন ইত্যাদি কার্যক্রমে এনডিপি-র বেশ কিছু উল্লেখযোগ্য অর্জন রয়েছে। যা সরকার এবং দেশি বিদেশি সহযোগী সংস্থার স্বীকৃতি পেয়েছে ও প্রশংসিত হয়েছে। এই অর্জন শুধু এনডিপির নির্বাহী পরিচালক হিসেবে আমার একার নয়। এর পেছনে আপনাদের ভালো কাজের অবদানও এখানে রয়েছে।
এসময় তিনি প্রকল্প কর্তৃক উন্নয়নকৃত প্রকাশনা গবাদি পালন প্রযুক্তি ও ব্যবস্থাপনা মডিউল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রী অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এর লেখা “গৃহপালিত পশু-পাখির রোগব্যাধি ও আধুনিক চিকিৎসা পদ্ধতি” এবং “লাভজনক পশু পালন ও খামার ব্যবস্থাপনা” বই ২ টি সকল অংশগ্রহনকারীর মধ্যে বিতরন করেন।
উল্লেখ্য, এনডিপি বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পভুক্ত খামারিদের সেবা নিশ্চিত করার লক্ষে প্রশিক্ষণ ৩ ধাপে মোট ৯ দিনে গবাদিপালন ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি, বিভিন্ন মোবাইল অ্যাপস্ এর ব্যবহার, উদ্যোক্তা উন্নয়ন ইত্যাদি বিষয় সম্পর্কে ধারনা প্রদানের লক্ষে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।
প্রশিক্ষনে উপস্থিত একজন এলএসপি মো. জামিলুর রহমান বলেন, “আমরা দীর্ঘদিন যাবৎ এই পেশার সাথে জড়িত থেকে প্রাণী চিকিৎসাসেবা প্রদান করে আসছি। কিন্তু এই প্রশিক্ষনের মাধ্যমে আমরা অনেক নতুন বিষয় ও প্রযুক্তি সম্পর্কে সমৃদ্ধ হয়েছি। যার মাধ্যমে আমরা খামারিদের প্রাণীর সেবার মান বাড়িয়ে সেবা প্রদান করতে সক্ষম হব। এছাড়াও প্রশিক্ষণ শেষে যে দুইটি বই আমাদেরকে দেয়া হয়েছে তা আমাদের পেশাদারিত্ব উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে।
প্রশিক্ষণের সমাপনীতে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান কবির, রেনেটা লি. জেলা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ফারাজী, এম্পাওয়ার সোস্যাল এন্টারপ্রাইজ এর ফিল্ড কো-অর্ডিনেটর মো. মোশারফ হোসেন, আরএমটিপি প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার মো. মাসুদ মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এর আগে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন এনডিপির পরিচালক (কর্মসূচি) ও আরএমটিপি প্রকল্প এর ফোকাল পারসন মোহা. শাহ আজাদ ইকবাল।