শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার পাড়কোলা মহল¬ায় অবৈধভাবে গড়ে ওঠা সূতা প্রসেস মিলের নির্গত কেমিক্যাল মিশ্রিত বর্জে অতিষ্ঠ হয়ে কারখানা বন্ধের দাবী জানিয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরসহ বিভিন্ন অভিযোগ করেছেন পারকোলা কাঠালতলা এলাকাবাসী।
সেইসাথে সওজের অনুমতি না নিয়ে ঢাকা-নগরবাড়ি মহাসড়ক বোরিং করে পাইপ লাগিয়ে দীর্ঘদিন ধরে কারাখানার কেমিক্যাল মিশ্রিত পানি সরাসরি পাশের ক্যানেলে দেয়ার ফলে একদিকে যেমন মহাসড়ক ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে ক্যানেলে দূষিত পানি নির্গত করায় ফসলি জমি ও দেশীয় প্রজাতির মাছ মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। কারখানাটি খুব তাড়াতাড়ি বন্ধ না করলে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য ঝুঁকি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে জানা যায়, শাহজাদপুর পৌর এলাকার ঘনবসতিপূর্ণ এলাকায় কোনরকম অনুমোদন ছাড়াই সূতা প্রসেসমিল গড়ে তুলেছেন স্থানীয় প্রভাবশালী মামুন।
কারখানায় সাবান, সোডা, ডিটার্জেন্ট পাউডার, নিসপেল তেল, কস্টিক, এসিড, প্যারাসাইড, মাসরাইজড ওয়েল, বি¬সিং পাউডার সহ বিভিন্ন ক্যামিকেল মিশিয়ে সূতা প্রসেস করলেও কারখানায় নেই ইটিপি প¬ান্ট। এর ফলে সরাসরি কেমিক্যাল মিশ্রিত পানি ক্যানেলের পানিতে মিশে দূষিত হচ্ছে পরিবেশ। সেইসাথে কেমিক্যাল মিশ্রিত কারখানার বর্জ্যের দূর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। এর প্রতিকার চেয়ে কারখানাটি বন্ধের দাবী জানিয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় সংশ্রিষ্ট প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
বিষয়টি নিয়ে কারখানার মালিক হাফেজ মামুনের কাছে জানতে চাইলে তিনি জানান, সবার অনুমতি নিয়েই কারখানা পরিচালিত হচ্ছে। লিখিত অনুমোদন আছে কিনা জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. দিদারুল আলম তরফদার মুঠোফোনে জানান, অভিযোগ দিয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।