স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমূলক সভা মঙ্গলবার দুপুরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভা য় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত। এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার), কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট বিমল কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অংকুর জিৎ সাহা নব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস ও সাধারন সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্বাহী সদস্য হীরক গুণ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ও সাধারণ সম্পাদক সনজয় সাহা। সিরাজগঞ্জ সদর থানা কমিটির সভাপতি বিজয় দত্ত অলোক, কেন্দ্রীয় আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ফেডারেশনের সভাপতি শিপন সিংসহ জেলার বিভিন্ন উপজেলা ও থানার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এসময় বক্তারা সম্ভাব্য সমস্যা ও তার প্রেক্ষিতে করণীয় নিয়ে বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট রনজিৎ মন্ডল স্বপন, জেলা ব্রাহ্মন কল্যাণ সমিতির সভাপতি অশোক ব্যানার্জী ও সহসভাপতি মকুল আচার্য্য, সিরাজগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দে প্রমুখ।