চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিন। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন, সহ সভাপতি হাবিবুর রহমান হাবীব, চৌহালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন, এসবিএম কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও সহকারী শিক্ষককগণ উপস্থিত ছিলেন।