প্রতিদিন প্রতিবেদক : ৬০-৮০ দশকে সিরাজগঞ্জের সাহিত্যিক ও সাংস্কৃতিকজনদের পুনর্মিলনী উৎসবের প্রস্তুতি সভা গত সিরাজগঞ্জের প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উৎসব প্রস্তুতি লিয়াজো কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন। সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন উৎসব কমিটির আহ্বায়ক কবি মোহন রায়হান।
সভা সঞ্চালনা করেন উৎসব কমিটির সদস্য সচিব দীনবন্ধু দাস। সভায় উৎসবের লক্ষ্য, স্থান, তারিখ, ইভেন্ট, উপ-কমিটি ও রেজিষ্ট্রেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বক্তারা জানান, আগামী ১০ ও ১১ মার্চ পৌর ভাসানী মিলনায়তনে দুদিন ব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এই পুনর্মিলনী ৬০-৮০ দশকের কবি, সাহিত্যিক, অভিনেতা, সাংবাদিক, সাংস্কৃতিকজনদের এক মিলন মেলা। পুনর্মিলনী উৎসব তিন দশকের সাহিত্যিক, সাংস্কৃতিকজনদের স্মৃতিচারণার সাথে পরবর্তী প্রজন্মের সঙ্গে একটি সেতু বন্ধনের ভুমিকা পালন করবে।
সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্তি করেন ঠান্ডু রায়হান, রবিউল করিম দুলাল, আসাদউদ্দিন পবলু, আবু বকর ভুইয়া, মমিন বাবু, হেলাল আহমেদ, আনিসুজ্জামান পাপ্পু, রবি, মাহবুবে খোদা টুটুল, ফজলে খোদা লিটন, দিলীপ গৌর, হীরক গুন, নুরে আলম হীর্,া মনজুরে শাহীন, সূর্যবারী, নাজমুল হক রোকনী, বাবু হাবিবুল, মান্না রায়হান, লিমন প্রমুখ।
সভায় সিরাজগঞ্জের লিয়াজো কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক হীরক গুন, নুরে আলম হীরার নেতৃত্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনু ইসলাম, খ.ম. আখতার, আসাদউদ্দিন পবলু, আব্দুল মমিন বাবু, হেলাল আহমেদ, দিলীপ গৌর, সামাদ, সূর্যবারীসহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বের সহযোগিতায় উৎসবের সামগ্রিক কার্যক্রম কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।