জেলা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা-২০২৪ উদযাপিত হয়। ১৮ এপ্রিল সমগ্র দেশব্যপি ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, এমপি।
এলক্ষ্যে সিরাজগঞ্জ জেলার ৪টি উপজেলায় (সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বেলকুচি ও উল্লাপাড়া) ও পাবনা ২টি (বেড়া ও সাথিয়া) এনডিপি কতৃক বাস্তবায়িত আরএমটিপি উপ-প্রকল্পের ১০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং শুধুমাত্র কামারখন্দ উপজেলায় অংশগ্রহণ করেন সমন্বিত কৃষি ইউনিট এর প্রাণি সম্পদ খাত। মেলায় প্রতিষ্ঠান/উদ্যোক্তা ক্যাটাগরিতে ৪টি উপজেলায় প্রথম ও একটিতে ২য় স্থান অর্জন করেছে এনডিপি। প্রতিটি প্রদর্শনীতে আগত অতিথিগণ আরএমটিপি প্রকল্পের উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন।
সিরাজগঞ্জ সদরে ২টি ক্যাটাগরিতে স্মার্ট এগ্রো পার্ক এবং মামা ভাগ্নে এগ্রো ১ম স্থান অর্জন করেন, কামারখন্দ উপজেলায় প্রযুক্তি ক্যাটাগরিতে কান্দাপাড়া ঘাসের বাজার ১ম স্থান অর্জন করেন, উল্লাপাড়ায় ২টি ক্যাটাগরিতে আরপি এগ্রো সাইলেজ ও সাদেক খান ঘি এন্ড ঘোল ঘর ১ম স্থান অর্জন করেন, সাথিয়া উপজেলায় বেঙ্গল মিট এবং এনডিপি আরএমটিপি স্টল যৌথভাবে ১ম স্থান অর্জন করেছে। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪-এর অন্যতম লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি প্রাণি পালনে উদ্বুদ্ধ করা।
এ ছাড়া প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত সেমিনার থেকে জনগণ গবাদিপ্রাণি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে জানতে পারবে। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে প্রদর্শনীতে নিজ নিজ উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন: গাভি, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, দুম্বা, কবুতর, শৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হবে।
সিরাজগঞ্জ জেলাসহ সকল উপজেলায় স্টল উদ্বোধন ও পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মো. শামীম তালুকদার লাবু। একইসাথে পাবনা জেলায় বেড়া ও সাথিয়া উপজেলায় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মো. শামসুল হক টুকু। এছাড়াও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ আরএমটিপির কর্মএলাকার সকল উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণ।
এছাড়াও পরিদর্শনকালে সকল উপজেলার উপজেলা চেয়ারম্যানগণ, জেলা ট্রেনিং অফিসারগণ, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার, এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, এলডিডিপি প্রকল্পের জেলা মনিটরিং অফিসারগণ, চর অঞ্চলের প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তাগণ, এনডিপি আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক মো. মাসুদ মন্ডল ও সমন্বিত কৃষি ইউনিট এর লাইভস্টক অফিসার মো. মইনুল হাসানসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।