সিরাজগঞ্জ সদর উপজেলার ১৩নং উত্তর সয়াধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। ঝড়েপরা রোধ, উৎসাহ প্রদান ও পড়ালেখা প্রতি আগ্রহ সৃস্টিসহ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে স্লীপ ফান্ডের অর্থ থেকে ১ম শ্রেণির ৪০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
২৭ জুন সোমবার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম ঝন্টু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ সেখ, সহকারী শিক্ষক মো. শামছুল আলম, ফাতেমা খাতুন, নাজমুন নাহার, আয়শা সিদ্দিকা, মো. আনোয়ার হোসেন, মলিনা খাতুন, ইসরাত জাহান, সুমন সেখসহ শিক্ষার্থী অভিভাবকগণ।
।