সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উন্নয়ন লেখনিতে তুলে ধরার আহ্বান জানালেন এমপি মুন্না

Eye Hospital Rajshahi

নিজস্ব প্রতিবেদক: শনিবার, রাতে  স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না সিরাজগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন। তিনি সাংবাদিকদের আহ্বান জানান, সিরাজগঞ্জের কাদের আমলে উন্নয়ন বেশি হয়েছে, কোন সরকারের আমলে চাঁদাবাজি, সন্ত্রাস ও সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয়েছে, কোন সরকারের আমলে জুয়া, অশ্লীল নৃত্য বন্ধ হয়েছে, কোন সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে উন্নয়ন বেশি হয়েছে তা তুলে ধরতে।  তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে, দৃশ্যমান উন্নয়নগুলোর দিকে দৃষ্টি দিয়ে যাকে পছন্দ হবে, তাদের পক্ষে থাকার জন্য অনুরোধ জানান।

অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না  এসময় আসন্ন সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, প্রেসক্লাবের অচলাবস্থা নিরসনে জেলা প্রশাসক কার্যালয়ে, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, চেম্বার অব কমার্সের সভাপতি ও আইনজীবীর উপস্থিতিতে একটি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক দুইতৃতীয়াংশের সমর্থন নিয়ে আবহায়ক কমিটি গঠন, যাচাই-বাছাই করে নতুন সদস্য অর্ন্তভূক্তি করা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রক্রিয়া চলছে। তিনি জানান, যেহেতু সামাজিকভাবে সমস্যার সমাধান হয়েছে, সেহেতু মামলা থাকার কথা নয়। ওই মামলা এতদিন উঠিয়ে নেওয়ার কথা। এটা ঠিক হয়নি। মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জে প্রেসক্লাবের বিনা প্রতিদ্বন্দ্বীতায় নব নির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন। এ সময় প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস, আহবায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ খান হীরা, সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসানসহ সিনিয়র নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button