সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ২০ মে, চলমান সমস্যা নিরসনের পথে

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া সমঝোতা বৈঠকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের ৪৭ জন সদস্যকে নিয়ে আগামী ২০ মে সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তে প্রেসক্লাবের চলমান সমস্যা নিরসন হচ্ছে বলে সাধারণ সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সমাঝোতা বৈঠকে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সভাপতি হেলাল আহম্মেদ, সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ফিলিপস, ইসরাইল হোসেন বাবু ও সাবেক সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন,জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় বাইরে প্রেসক্লাবে সদস্যবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সমঝোতা বৈঠকে  প্রেসক্লাবের ৪৭ জন সদস্যকে নিয়ে ২০ মে সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থনে তিন সদস্যের আহবায়ক কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়।

আহ্বায়ক কমিটি প্রেসক্লাব এর নতুন সদস্যপদ প্রদানের আবেদন আহ্বান করবে। আবেদন যথাযথ প্রক্রিয়া  অনুসরনের মাধ্যমে সম্পন্ন করে নতুন সদস্যপদ প্রদান করবে। অতপর ভোটার তালিকা প্রণয়ণ করে ক্লাব এর কার্যকরি পরিষদের নির্বাচন পরিচালনার যথাযথ প্রক্রিয়ায় অগ্রসর হবে।

এছাড়া সভা থেকে আগের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা এবং বিভিন্ন সময়ে সাধারণ সভায় নেয়া সিদ্ধান্ত বাতিল ও প্রেসক্লাবের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এবং সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এদিকে সমঝোতা বৈঠকের সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে। দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন হওয়ায় সাংবাদিকরা সন্তুস্টি প্রকাশ করেছে। সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার,আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক,মেয়র,উপজেলা চেয়ারম্যান,বিমল বাবু,চেম্বার প্রেসিডেন্ট কে ধন্যবাদ জানান।এর পর সমন্বয়কের দায়িত্বে থাকা ৩ জন প্রেসক্লাবে এসে সৌজন্য সাক্ষাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button