সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সভা গত শনিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব হল রুমে হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারন সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আব্দুল কুদ্দুসকে আহবায়ক, নুরুল ইসলাম বাবু ও আব্দুল হামিদ খান হীরাকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
গঠিত আহবায়ক কমিটি প্রেসক্লাব এর নতুন সদস্যপদ আহ্বান, ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনের তফশিল ঘোষণার দায়িত্ববান হবেন। এবং আগামী ২০২৩-২৪ সাল (২ বছর মেয়াদে) নির্বাচন করতে সকল প্রক্রিয়া সম্পন্ন করবে। সাধারন সভায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের ৪৭ সদস্যের দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠায় এসিদ্ধান্ত গৃহিত হয় বলে প্রেরীত বার্তায় জানা গেছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক কমিটির সহসভাপতি ইসরাইল হোসেন বাবু।