সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বর্তমান কার্যকর এডহক কমিটিকে আগামী ৩০ কার্যদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সাধারণ নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন আদালত।
আদালতের আদেশে বলা হয়েছে, বর্তমান কার্যকর এডহক কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বাদীগনের মধ্য হতে যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে ভোটার তালিকায় সদস্য অন্তর্ভুক্ত করে আগামী ৩০ কার্যদিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের অভিপ্রায়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশ প্রদান করা হলো। গতকাল সোমবার, ৪ সেপ্টেম্বর, সকালে সিরাজগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. সুলতান উদ্দিন প্রধান এ আদেশ দেন।
উল্লেখ্য, গঠনতান্ত্রিক বিধান মতে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত পূর্বতন কমিটির সময়ে ১৯ জনকে নতুন সদস্যপদ প্রদানের বৈধতার প্রশ্নে সৃষ্ট জটিলতায় গঠিত নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানে অপারগতা প্রকাশ করে। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত ২ জনের আবেদন শুনানীর জন্য নির্বাচন অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেন। সমস্যা নিরসনে স্থানীয় উদ্যোগে গৃহিত সিদ্ধান্ত অনুসারে গত ১৯ জুলাই সিরাজগঞ্জ প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়। কিন্ত ওই নির্বাচন অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে পুনরায় ১৯ জনের অন্য দুইজন সাংবাদিক আদালতে মামলা দায়ের করলে মহামান্য আদালত ১৮ জুলাই প্রেসক্লাব নির্বাচনের উপর নিষেধাজ্ঞা দেন। গত ২৮ আগষ্ট ও ৪ সেপ্টেম্বর উভয় পক্ষের শুনানী শেষে গতকাল আদালত এ রায় দেন। এদিকে আদালতের রায় ঘোষণার পর দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন বলেন, প্রেসক্লাব্ ও সাংবাদিকদের মর্যাদা রক্ষার জন্যই সকলের অংশগ্রহনে একটি সুষ্ঠ নির্বাচন হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, সিরাজগঞ্জ শহরে শতাধিক সাংবাদিক প্রিন্ট, ইলেকট্রনিকস্ মিডিয়ার কাজ করছে। এছাড়াও অনলাইনের প্রতিনিধিরা কাজ করছে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রেসক্লাবের সদস্যপদ প্রদানের ফলে আরও অধিকসংখ্যক সাংবাদিক এর প্রেস ক্লাবের সদস্য হওয়ার সুযোগ সৃষ্টি হলো। নিশ্চয়ই প্রেসক্লাব এর বর্তমান আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র অনুসরন করে আদালতের নির্দেশ অনুসরন করে সদস্যপদ প্রদান ও সকল সদস্যের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান করবেন। নির্বাচনে ক্লাব এর সকলের সদস্যের অংশগ্রহনে নির্বাচন উত্তর প্রেসক্লাবের কার্যক্রমে আবারও গতি সঞ্চারিত হবে।