সিরাজগঞ্জ

প্রয়াত ফরহাদ হোসেন ছিলেন মানবদরদী  জনপ্রতিনিধি

ষ্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের টানা ৩০ বছরের নির্বাচিত চেয়ারম্যান ফরহাদ হোসেন এর ৩২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মরহুমের নিজ গ্রাম দিয়ার পাচিল ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম ফরহাদ হোসেন ছিলেন অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান। তিনি মানুষকে ভালবাসতেন। মানুষের সুখে দুঃখে পাশে থাকতেন। এ জন্য তিনি বার বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মানুষের প্রতি তার অকৃত্রিম ভালবাসা তাকে মানবদরদী জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন।

বক্তারা আরও বলেন, ফরহাদ হোসেন চেয়ারম্যান প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তিনি আজাদ হিন্দ ফৌজের সদস্য হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। পরবর্তী স্বাধীনতা আন্দোলনে তিনি সংগঠকের ভূমিকা পালন করছেন।

বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মরহুমের ছেলে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহন রায়হান, সিরাজগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক ড আবু বকর ভূইয়া, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আক্তারুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  শেখ মো. আলাউদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ মুকুল, স্থানীয় মুরুব্বী আবুল হোসেন মেম্বর, আব্দুস সোবাহান, আনোয়ার হোসেন আকন্দ, মোশারফ হোসেন, জুড়ান আলী প্রমুখ।

আলোচনা শেষে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ১১ জন বীমা গ্রাহককে তাদের মেয়াদ শেষে দাবীকৃত বীমার চেক প্রদান করা হয়। এ সময় সান লাইফ ইন্সূরেন্স কোম্পানীর কর্মকর্তা ফরিদা ইয়াছমিন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button