সদরসিরাজগঞ্জ

ফরহাদ চেয়ারম্যানের সহধর্মীনির মৃত্যু বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মরহুম ফরহাদ হোসেন এর সহধর্মীনি সেলিনা পারভীনের ৩য় মৃত্যু বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়। প্রয়াত সেলিনা পারভীন কবি মোহন রায়হান, হুমায়ুন কবীর, জাপান প্রবাসী মুকুল এর মাতা।

গত বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮ ঘটিকার সময় রহমতগঞ্জ কবরস্থানে মরহুমাদের কবর জিয়ারত করা হয়। বাদ যোহর খলিশাকুড়া জামে মসজিদে ফরহাদ হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক সেখ ও পরিচালনা করেন, খোকশাবাড়ী ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি, হাটবয়ড়া উচ্চ বিদ্যালয় ও আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মো. রেজাউল করিম মুন্সি।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক, শাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোহন রায়হান, বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, দৈনিক আমাদের বাংলা পত্রিকার সিরাজগঞ্জ ব্যুরো চীফ, দৈনিক কলম সৈনিক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক শেখ মো. এনামুল হক, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সোবহান সরকার প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাশেদ পাভেল, বিশিষ্ট সমাজসেবক কমরেড হুমায়ুন কবীর, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, ওয়াজেদ আলী কপোত, গোলাম আজম, আব্দুল হালিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুসলিম উম্মাহ ও মরহুমাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ মো. রুহুল আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button