রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে মৌসুমি ফলের কেনাবেচা। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক থেকেই বাহারি ফলে ভরে গেছে উপজেলার বিভিন্ন হাট-বাজার। বিশেষ করে আম, লিচু, আনারস সহ অসংখ্য মৌসুমি ফল। বাজারে প্রচুর আমদানি থাকা সত্বেও আকাশচুম্বি লিচুর দাম। বিভিন্ন জেলায় উৎপাদিত আম, লিচু, কাঁঠাল, আনারস সহ বিভিন্ন পরিবহন রির্জাভ করে বিভিন্ন বাজারে নিয়ে আসছেন ব্যবসায়ীরা। তবে এখনো জমে ওঠেনি কাঁঠালের বাজার। আর কিছুদিন পরেই অন্যান্য ফলের মতো বিক্রি হবে জাতীয় ফল কাঁঠালের।
এদিকে ফল বিক্রেতা, প্রদীপ, আনোয়ার, জাকারিয়াসহ একাধিক বসায়ীরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় দেশের বিভিন্ন জেলায় এবার মৌসুমি ফলের ভালো ফলন হয়েছে। তাছাড়া দামও বেশ ভালো। এছাড়াও মৌসুম অনুযায়ী বিভিন্ন ফলের পাশাপাশি নিজেদের উৎপাদিত লালশাক, ডাটাশাক, পুঁইশাক, ঢেঁড়স, বেগুন, পাটশাক, করলা, বরবটি, সাঁজনায় সহ নানা প্রকার উৎপাদিত মৌসুমি ফলফলাদি বাজারে বিক্রি করে সংসারও চালাচ্ছেন অনেকেই।