রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে জমে উঠেছে মাছ ধরার ফাঁদ বা ধিয়াল বিক্রি

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে মাছ ধরার ফাঁদ বা ধিয়াল বেচা জমে উঠেছে। অন্যান্য এলাকায় ফাঁদ নামে চিনে থাকলেও ধিয়াল নামেই চিনে থাকেন রায়গঞ্জের অধিকাংশ মানুষেরা। গত ৮ জুলাই, শনিবার বিকেলে উপজেলার গ্রামাঞ্চলের ভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, হাটে পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রিয় করা হচ্ছে এসব দিয়াল বা ফাঁদগুলো। ক্রেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, বন্যার পানি না থাকলেও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে খাল বিলসহ বাড়ির আশ-পাশের ছোট-বড় জলাশয় ভড়ে গেছে। ফলে দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় কম-বেশি দেশিয় জাতের বিভিন্ন মাছ। মাছ ধরার জন্য বাঁশের তৈরি এসব চাই, ফাঁদ, খলসুনি বা দিয়াল দিয়ে মাছ ধরাঁ যায়। বছরের এই সময়টা মাছ ধরার বিভিন্ন ফাঁদ বেশি বেচা-কেনা হয়। উপজেলার এরান্দহ গ্রামের মো. আব্দুর রাজ্জাক, মো. রেজাউল, মো. রুবেল সরকার জানান, বৃষ্টি এলাকার বিভিন্ন স্থানের ডোবা-নালা, খাল-বিল পানিতে ভরে গেছে। আর তাছাড়া এই সময় হাতে তেমন কাজও থাকে না। তাই মাছ ধরার বিভিন্ন ফাঁদ বা দিয়াল উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করেই সংসার চালাচ্ছেন তাদের মতো অনেকেই। উপজেলার হাটপাঙ্গাসী হাটের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, এ সময় নদী, খাল-বিল পানিতে ভরপুর থাকে। সেই পানিতে দেশিয় বিভিন্ন মাছ ধরার জন্য সরঞ্জামের প্রয়োজন হয়। ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে পুরোদমে জমে উঠেছে মাছ ধরার ফাঁদ অথবা দিয়ালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button