সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক গুরুতর অসুস্থ। তিনি ২৫০ শয্যবিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল সকালে শহরের ১নং খলিফাপট্টীস্থ নিজ বাসভবনে আনোয়ার হোসেন ফারুক হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। এসময় তিনি পড়ে গিয়ে মাথার পিছনে আঘাত পান। তাকে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আনোয়ার হোসেন ফারুক এর অসুস্থতায় জেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার, সিরাজগঞ্জ সদর সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং তার আশু রোগ মুক্তির কামনা করেছেন।