সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদর উপজেলা ইউনিয়ন পর্যায়ে ১০ টি ইউনিয়নের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধব- ১৭)-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

গত বুধবার ১৪ জুন, বিকেলে শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থা সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলেদেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মো. আনোয়ার সাদাত ।

এসময় তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগীতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ আয়োজন।’ খেলাধূলা মানুষের মনকে প্রফুল্ল রাখে, বর্তমান সরকার তৃনমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করেছে। মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার।

এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সী, সিরাজগঞ্জ সদর উপজেলা ভেটেনারী সার্জন ডা. আশিষ কুমার দেবনাথ, সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এসএম শাহ আলম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সিরাজগঞ্জ সদর মোছা. জ্যোসনা খাতুন, কালিয়া হরিপুর উপ সাস্থ্য কেন্দ্র মোছা. হোসনেআরা, সদর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এসএ সি এমও মোছা. রুমি খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার সোশ্যাল সিরাজগঞ্জ সদর ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি, সিরাজগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক গাজী আব্দুল মজিদ, জেলা ফুটবল দলের সাবেক ফুটবল খেলোয়াড় হামিদুল হক খোকন প্রমুখ।

ফাইনাল খেলায় কাওয়াকোলা ইউনিয়ন ৮ গোলে বাগবাটি ইউনিয়নকে পরাজিত করে জয় লাভ করে।

খেলার ধারাবিবরণী উপস্থাপন করেন ধারাভাষ্যকার মো. আব্দুল্লাহ আল মাহমুদ, খেলায় রেফরী হিসেবে দায়িত্ব পালন মো. হাফিজুর রহমান হাফিজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button