সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর ১ ও ২ নং ক্লাস্টারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ৬ জুন সকাল ১০টার দিকে সিরাজঞ্জ পৌর-সভার ১৫ নং ওয়ার্ড মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলার আয়োজন করা হয়।
মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারী খানম এর সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলার উদ্বোধন করেন মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক স. ম. আলাউদ্দিন (আলা) বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ আরজু।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা।
টুর্নামেন্টে সিরাজগঞ্জ পৌর ১ ও ২ পর্যায়ের খেলায় বালক দলের চ্যাম্পিয়ন হয় মালশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় সয়াধানগড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপর দিকে (বালিকা) দলের খেলায় চ্যাম্পিয়ন হয় সয়াধানগড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। খেলা পরিচালনা করেন চর মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. গোলজার হোসেন।