তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে প্রবিণ ও নবীন ফুটবল খেলোয়াড়দের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে তাড়াশ হাসপাতাল সংলগ্ন পুরাতন বাঁশ বাজার খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন উপজেলার এক সময়ের শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় ও পরিচালক তপন গোস্বামী। প্রবিণ ও নবীনের এখেলায় যমুনা নামে প্রবিণ দল ও পদ্মা গ্রুপ নামে নবীন দল এই প্রীতি ফুটবল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রবিণ দলের পক্ষে খেলেন উপজলার মধ্যে এককালের নাম করা শ্রেষ্ঠ খেলোয়ার শ্রী সঞ্জিত কুমার কর্মকার, ফরহাদ আলী বিদ্যুৎ, গোলাম কিবরিয়া উজ্জ্বল, আতাউর রহমান, আব্দুর রশিদ, নিলমনি, মফিদুল ইসলাম নান্নু,আব্দুল লতিফ, শরিফুল ইসলাম, মানিক হোসেন সানোয়ার হোসেন, আমিরুল, কৃষ্ণ,শ্যামল, শামীম হোসেন, নাছির হোসেন, বকুলসহ অনেকে।
অপর দিকে নবীন দলের পক্ষে খেলেন সোহানুর রহমান, সজিব হোসেন, সেলিম, রাশেদুল ইসলাম, শাহ আলম, মানিক হোসেনসহ অনেকেই। অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক প্রবিণ-নবীনের ফুটবলা খেলা উপভোগ করেন। খেলা শেষে রাতে খাসি জবাই করে খাওয়ার আয়োজন করা হয়।