সিরাজগঞ্জের শিক্ষার্থী ক্যাডেট স্কুলে ৭ম শ্রেণীতে লিখিত পরীক্ষায় চান্স পাওয়ায় ফুলেল শুভেচছা জানানো হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জহুরা মল্লিকা ভবনে তালহা স্টুডেন্ট কেয়ার এর আয়োজনে ২০২৪ ক্যাডেটে চান্স প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম সক্রিয় রেখেছেন। জানাগেছে, আগামীতে এবছরের তুলনায় আরও বেশি সংখ্যা শিক্ষার্থী ক্যাডেট স্কুলে চান্সের সম্ভবনা রয়েছে।
ক্যাডেট স্কুলে চান্স প্রাপ্তরা হলেন, সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থী, তাসবিহা মাহ্জাবিন রুপন্তী, তিবাহ্ বিনতে তাজ,নুসরাত তাহিয়ত সাবাহ্ ও আনিকা তাবাচ্ছুম এবং বিএল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থী কৌশিক ভৌমিক, জারিফ আব্দুল্লাহ। ছাত্রীর সংখ্যা ৪ জন ও ছাত্রের সংখ্যা ২ জন মোট ৬ জন লিখিত পরীক্ষায় চান্স পেয়েছে অত্র প্রতিষ্ঠান থেকে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের আগে থেকেই লক্ষ্য ভালো লেখা পড়া। পড়াশোনার দিকে ভালো মনোযোগী হতে পারছি তাই ক্যাডেট ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। আমারা বড় হয়ে দেশের কল্যানে কাজ করতে চাই।
তালহা স্টুডেন্ট কেয়ার এর প্রতিষ্ঠিাতা বিএসসি (অনার্স) ও এমএসসি (ক্যামিষ্ট্রি) টিএম তালহা বলেন, নতুন সিলেবলের আলোকে গবেষণামুলক লেখা পড়া করতে হবে। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের পারদর্শী হতে হবে। নিজের পড়ার টেবিলে অধিক সময় নিশ্চিত হতে হবে। এছাড়াও আগামীর জন্য নতুন শিক্ষার্থীর্দের উদ্দেশ্য দিকনির্দেশনামুলক কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, রাশিদোজ্জাহা মহিলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ( বাংলা) মোছা: রেহানা পারভীন, ডা: আব্দুল বারি, শাহানা খাতুন, সবুজ এইচ সরকার, আকাশ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠান শেষে শিক্ষার্থী সহ অবিভাবকদের মিষ্টিমুখ করানো হয়।