পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সমৃদ্ধি কর্মসূচির আওতায় ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পাবনা জেলার বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন পরিষদে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয। ক্যাম্পে তিন জন (মেডিসিন,চক্ষু ও অর্থোপেডিক রোগ বিশেষজ্ঞ) ডাক্তার ২১৭ জন গরীব ও অসহায় রোগীর চিকিৎসা সেবা প্রদান করে।
ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের উদ্ভোধন করেন চাকলা ইউনিয়নের চেয়ারম্যান মো.ইদ্রিস আলী সরদার। এসময় প্রধান অতিথি বলেন, এনডিপি সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে ৩ মাস পর পর ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনার ফলে এলাকার জনগন রোগ-ব্যধি থেকে সহজে আরোগ্য লাভ করছে। এর ফলে ইউনিয়নের জনগন সহজে একজন বিশেষজ্ঞ ডাক্তার নিকট চিকিৎসা সেবা পাচ্ছে এবং টাকা ও ডাক্তারের সাথে সাক্ষাৎ করার জন্য যে বিড়ম্বনার সৃষ্টি হয় ও সময় লাগে তা থেকে জনগন মুক্তি পাচেছ। তিনি তার বক্তব্যে স্বাস্থ্য ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।স্বাস্থ্য ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন মো.আমিনুল ইসলাম (জোনাল ম্যানেজার-সিএসপি)এনডিপির সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী চিন্ময় কুমার রায়, শাখা ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোহা.রাকিবুল ইসলামসহ এনডিপির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।