সিরাজগঞ্জ

বইবৃক্ষ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে বইবৃক্ষ ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রচনা, স্বরচিত সাহিত্য, কুইজ, আবৃত্তি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী শহিদ এম মুনসুর আলী অডিটোরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইবৃক্ষের সদস্য, কবি মুহাম্মদ বিন এমরান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস এম সাইফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার।

শেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নাসিম রেজা নূর দিপু, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার গৌর, বইবৃক্ষ সদস্য মো. ওমর ফারুক ডলফিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন, বই হচ্ছে মানুষের জীবনসঙ্গী। বইয়ের বিকল্প হিসেবে ডিজিটাল মিডিয়ার ই-বুকের কথা যতই বলা হোক কাগজের বইয়ের জায়গা নিতে পারবে না। কারণ মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না চোখ লেগে আসে। তিনি আরও বলেন, বই এমন একটি জিনিস যার সাথে কখনও ঝগড়া হয় না। কিন্তু বর্তমানে লাইব্রেরিগুলোতে দেখি পাঠক নেই। যাও দুই একজন দেখি তার সবাই পত্রিকার পাঠক হিসেবেই সীমাবদ্ধ। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

এসময় আমন্ত্রিত অতিথি কথাসাহিত্যিক ও থ্রিলার লেখক ফারজানা রিতু, বইবৃক্ষ প্রতিষ্ঠা রমজান আলী ইমন,লেখক, নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মাহমুদ, ডিজিটাল ক্রিয়েটর আসাদুজ্জামান জয় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button