সদরসিরাজগঞ্জ

বই পড়া উৎসাহিত করতে বই উপহার দিলো বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক পাঠাগার

সিরাজগঞ্জের বীরমুক্তিযোদ্ধা আ ফ ম  মাহবুবুল হক পাঠাগার পাঠাগারের সদস্যদের বই পড়া উৎসাহিত করতে বই উপহার কার্যক্রম শুরু করেছে। গত বুধবার, সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাব -২য় তলায় অবস্থিত পাঠাগার কক্ষে এক অনুষ্ঠানে পাঠাগারের ১৩ জন সদস্যের  হাতে বই তুলে দেন পাঠাগার সভাপতি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন। এর আগে প্রত্যেক পাঠক পাঠাগার থেকে বই নিয়ে বই পড়ে সেই বইয়ের ওপর নিজ নিজ রিভিউ জমা দেন। গতকাল পাঠকগন পাঠ প্রতিক্রিয়া মৌখিক উপস্থাপন করেন। শেষে পাঠকদের বই পড়ে বইয়ের ওপর রিভিউ লেখা জমাদান ও উপস্থাপনের জন্য বই উপহার দেওয়া হয়।

পাঠ প্রতিক্রিয়া শেষে বই উপহার গ্রহণ করেন পাঠাগার সদস্য  রুবেল রানা, রঞ্জন সূত্রধর, অনন্যা, জিনিয়া আফরোজ জেমী, নীরেন্দ্রনাথ সরকার, মো. রেজাউল করিম, আব্দুস সালাম, মো. শাহানুর রহমান শুভ,  মো. শরিফুল ইসলাম, আবির মন্ডল, নুসরাত জাহান সানজিদা রিয়া খান।  এসময় পাঠ প্রতিক্রিয়ায় পাঠকগন বই পড়ে নিজ নিজ ধারনার সংক্ষিপ্তভাবে সভায় তুলে ধরেন। শেষে বই পড়ায় উৎসাহিত করতে পাঠকদের হাতে উপহার হিসেবে বইগুলি তুলে দেন পাঠাগার সভাপতি ইসমাইল হোসেন।

সভাশেষে পাঠকগন তাদের প্রতিক্রিয়ায় বলেন, মাহবুবুল হক পাঠাগারের এই উদ্যোগে আমরা খুশি। তারা জানান, বই উপহার পাওয়া বেশিরভাগ পাঠক এই পাঠাগারে শিক্ষা শেষে চাকরির প্রস্তুতির পড়াশোনা করছি। এসময় বীরমুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার কর্তৃপক্ষ আমাদের হাতে সাহিত্য, মুক্তিযুদ্ধ, গল্প, উপন্যাস, শিক্ষনীয় বই, রবীন্দ্র, নজরুল রচনাবলী, কবিতা প্রভৃতি বই পড়তে হাতে তুলে দেন।  বই পাঠ শেষে পাঠপ্রতিক্রিয়ার আয়োজন করা হয়। এরমধ্যদিয়ে আমরা একদিকে যেমন আমাদের চেতনাকে শানিত করতে পারছি তেমনি আমরা দেশ ও জাতিকে জানতে পারছি বই পড়ে।

এসময় পাঠাগার সভাপতি ইসমাইল হোসেন জানান, বীরমুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার একটি গণপাঠাগার। আমাদের পক্ষ থেকে আমরা পাঠকদের উৎসাহিত করি নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি অন্যান্য বই পড়তে। এই উদ্যোগের ফলে গতমাসে পাঠকগন মুক্তিযুদ্ধের ঘটনাবলী, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, কিশোর গ্যাং, হাত বাড়িয়ে দাও, ম্যা´িমগোর্কির মা, লাল নীল দীপাবলীসহ বাংলা ভাষায় লেখা বিভিন্ন লেখকদের বই পড়েন এবং পড়া শেষে পাঠ প্রতিক্রিয়ার লিখিত জমা দেন। গতকাল ওইসব পাঠ প্রতিক্রিয়া শেষে স্ইে পাঠকদের বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়। শর্ত একটিই বইটি নিজের পড়বেন, পাঠ প্রতিক্রিয়া লিখিত জমা দেবেন এবং আবারও উপহার নেবেন। আশা করি এতে করে তরুন যুবকদের মাঝে পাঠ্যাভাস বাড়বে। তিনি জানান এটা পাঠাগারের নিয়মিত কর্মসূচির একটি অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button