প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন মহান মুক্তিযুদ্ধের নায়ক স্বাধিনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশকে অন্ধকারের দিকে ধাবিত করা হয়েছিল। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে স্থানীয় দৈনিক যুগের কথা পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসাবে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।
তিনি এসময় আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সকল প্রতিকুলতা কাটিয়ে আমাদের আলোর দিকে নিয়ে আসছেন। যমুনা নদীর ও পদ্মা নদীর উপর সেতু নির্মান করে শেখ হাসিনা আমাদের ঠিকানা স্থায়ী করছেন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে । দেশের উন্নয়ন হচ্ছে প্রবৃদ্ধি বাড়ছে। প্রধানমন্ত্রী তার দৃঢ়তায়, কৌশলে ও প্রজ্ঞায় এবং দুদর্শিতায় দেশকে উনয়ন দিয়ে এগিয়ে নিচ্ছেন।
এসময় তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়ন যারা বাঁধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে সাংবাদিকের কলম সোচ্চার হতে হবে।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও গুণিজন সন্মননা প্রদান অনুষ্ঠানের শুরুতে প্রারম্ভিক বক্তব্য দেন যুগের কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিক হেলাল উদ্দিন। তিনি এসময় তিনি গুণিজনদের কর্মময় জীবনের সংক্ষিপ্তসার তুলে ধরেন। অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ইত্তেফাক বগুড়া ব্যুরো প্রধান আমিনুল ইসলাম চৌধুরীকে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন ও উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এসময় প্রয়াত সাংবাদিক সুকান্ত সেন এর পক্ষে সন্মননা ক্রেষ্ট গ্রহণ করেন চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার ও যুগের কথা পত্রিকার চীফ রিপোর্টার হিরক গুণ।
এর আগে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি সিরাজগঞ্জ-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত ও রায়গঞ্জ-তাড়াশ নির্বাচনী এল াকার সাংসদ ডা. আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হাসনা হেনা, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক সংবাদ এর স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক আব্দুস কুদ্দুস ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন।