সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত 

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম, জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও  বর্ণাঢ়্য র‌্যালি অনুষ্ঠিত হয়। 

রোববার (১৭ মার্চ ২০২৪)  জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে  সকাল  ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সূবর্ণ অংহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল (বিপিএমবার) (পিপিএম বার), সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের  জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী,  জেলা পরিষদর নব নির্বাচিত চেয়ারম্যান শামীম তালুকদার লাবু।

পরে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে  জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।  এসময়ে উপস্থিত থেকে বক্তব্য  রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ইসহাক আলী, জেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, ও সাবেক কমান্ডার গাজী সফিকুল ইসলাম শফি,  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায়,   জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা,  জেলাএ্যাণ পূর্নবাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, জেলা স্কাউট সম্পাদক সরকার ছানোয়ার হোসেন এলটি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button