উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় বজ্রপাতে শিশুসহ ৯ কৃষি শ্রমিক নিহত হয়। এসময় গুরুতর আহত হয় ৫ জন। বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর বিকেলে উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া দক্ষিণ পাড়া গ্রামের পাশে একটি শ্যালো মেশিন ঘরের উপর বজ্রপাত ঘটে। ঘটনাস্থলে মহিলাসহ ৯ ব্যক্তি নিহত এবং অপর আরও ৫ জন গুরুতর আহত হয়। নিহত এবং আহতরা সবাই কৃষি শ্রমিক। এরা হলেন উপজেলার শিবপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১)সকলেই একই পরিবারের সদস্য এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪) এবং নুরনবীর মেয়ে জান্নাতি (১২)। আহতদেরকে প্রথমিকভাবে উল্লাপাড়া ৩০শয্যা হাসপাতালে পাঠানো হয়। মৃত্যু ব্যক্তিরা একে অপরের আত্মীয় বলে জানা যায়।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও জমিতে বপন করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। সবাই মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে গিয়ে ওঠেন। এসময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে উক্ত হাসপাতালে নিয়ে পৌঁছেদেন।