সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মৌসুমী বন্যায় আগাম সাড়াদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদরে মৌসুমী বন্যায় আগাম সাড়াদান-২০২৩ প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এনডিপির আয়োজনর এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এর সহযোগিতায় গত মঙ্গলবার, ২০ জুন দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সভা কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম নাছিম রেজা নুর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা , সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুরুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইদুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোছা. জোবাদা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রতিনিধি আবু হাছিফ মল্লিক, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. সেলিম রেজা, ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন, এনডিপি’র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ এবং সহযোগিতা করেন, কার্ডিনেটর মো. আবুল কালাম আজাদ।

সাড়াদান সভায় বক্তারা পূর্বাভাস ভিত্তিক আগাম কর্মকান্ডের সহায়তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ লোকদের চিহ্নিত করা সহ স্বেচ্ছাসেবীদের নিয়ে ওরিয়েন্টেশন এর মাধ্যমে সচেতনতা আরও সক্ষমতা বৃদ্ধি করণ সহ নানা আলোচনা করেন। এসময় অতিথি বৃন্দরা এনডিপির সকল কার্যক্রমের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button