সিরাজগঞ্জের কাজিপুরে মৌসুমী বন্যায় আগাম সাড়াদান -২০২৩ প্রকল্পের আওতায় উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে অবহিতকরণ কর্মশালা ১৯ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় ।
বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় এবং ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও সুখময় সরকার। নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহা আলম মোল্লা, তেকানি ইউপি চেযারম্যান হারুনার রশিদ, নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন প্রমুখ। কর্মশালায় মৌসুমী বন্যায় আগাম সাড়াদানে করনীয় বিষয়ে বিশদ আলোচনা করেন এনডিপি সিরাজগঞ্জ জেলা সমন্বয়কারী লাবু মিয়া, এ সময় এনডিপি কাজিপুর উপজেলা শাখার সমন্বয়কারী মাসুদ আলম উপস্থিত ছিলেন।