চৌহালী প্রতিনিধি: বিএনপির নেতা সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি সানোয়ার হোসেন বিজয়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ছাত্রদলের সহসভাপতি সানোয়ার হোসেন বিজয়ের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হল। কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন। এবিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয়েছে।