স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ৩০% মুক্তিযোদ্ধা কোটা সকল পর্যায়ে পুনর্বহাল, সংরক্ষণ, আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রমোশন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা সন্তানদের প্রমোশন দেয়াসহ চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ ০৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার ( ১০ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. কিবরিয়া হাসান রিপন। এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন, সিনিয়র সহসভাপতি বাবুল হোসেন, সহসভাপতি রাশিদা খাতুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজুল ইসলাম ফিরোজ প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ৩০% মুক্তিযোদ্ধা কোটা সকল পর্যায়ে পুনর্বহাল, সংরক্ষণ, আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রমোশন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রমোশন দেয়াসহ চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে।
বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাশ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রেণি ও মর্যাদা নির্ধারনসহ সকল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বল্প সুদে ঋণ ও সম্মানী ভাতা ৫০ হাজার টাকার দাবিসহ ০৭ দফা দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।