বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ এর জন্য সিরাজগঞ্জের তিন কৃতী সন্তান বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এরা হলেন সিরাজগঞ্জের কৃতী সন্তান কথাসাহিত্যিক, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত ইকতিয়ার চৌধুরী। ভ্রমণ, আত্নজীবনী, স্মৃতিকথা ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য মনোনিত হন তিনি। এছাড়া ফোকলোর-এ বিশেষ অবদানের জন্য মনোনীত হয়েছেন শাহজাদপুর উপজেলার আব্দুল খালেক অন্যজন একই উপজেলার আব্দুল জলিল।
বুধবার ২৫ জানুয়ারি বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ইকতিয়ার চৌধুরী, আব্দুল খালেক ও আব্দুল জলিলসহ ১৫ জনের তালিকা প্রকাশ করে। আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।
পলাশডাঙ্গা যুব শিবিরের বীর মুক্তিযোদ্ধা ইকতিয়ার চৌধুরী ১৯৫৪ সালের ৮ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। তার পিতা নতুন কবিতার অন্যতম কবি চৌধুরী ওসমান ও মাতা হামিদা সুলতানা। সত্তরের শেষভাগ হতে তিনি লেখালেখি করছেন। গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনিসহ প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৮ এর বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য যমুনা সম্প্রদায়, সোনালী জীবনের ভার, সমতটের স্বর এবং যুদ্ধের পর মুক্তিযোদ্ধা।
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আনার লড়াইয়ের অন্যতম যোদ্ধাও তিনি। পেশাগত জীবনে সর্বশেষ স্পেনে রাষ্ট্রদূত এবং জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
ইকতিয়ার চৌধুরীর আরও দুই ভাই দেশবরেণ্য সাহিত্যিক। একজন সত্তর দশকের জনপ্রিয় কবি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জুলফিকার মতিন, অন্যজন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যিক, সাংবাদিক ইমতিয়ার শামীম।
ড.আব্দুল খালেক ১৯৬২ সালে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনায় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষা জীবন শুরু করেন। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা অ্যালমনাইয়ের প্রধান উপদেষ্টা। তিনি একাধারে শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কলামনিষ্ট ও রাজনীতিবিদ। তার বড় ভাই রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, মুক্তিযুদ্ধের সংগঠক প্রাক্তন এমপি প্রয়াত ড. মাযহারুল ইসলাম।
অধ্যাপক আব্দুল খালেক একজন যশস্বী শিক্ষাবিদ। তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত ও চীন ভাষায় পারদর্শী। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের করতোয়া কলেজ এর প্রতিষ্ঠাতা। রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিনি প্রতিষ্ঠাতা উপাচার্য।
সিরাজগঞ্জের শাহজাদপুরের আর এক কৃতী সন্তান অধ্যাপক ড. মুহম্মদ আব্দুল জলিল। তিনি একজন ফোকলোর গবেষক ও লেখক। তিনি বাংলা একাডেমির একজন ফেলো। বাংলা একাডেমিতে কিছুকাল কাজ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। এরপর একই প্রতিষ্ঠানে ফোকলে ার, বাংলা,নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২২ এর সদস্যদেও সম্মতিতে বাংলা একাডেমি নির্বাহী পরিষদেও অনুমোদনে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদেও নাম ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।