সংবাদদাতা প্রেরীত: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের দরিদ্র ও মেধাবি ৩৩ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। রোববার, ৪ সেপ্টেম্বর, বেলা ১২ টায় রতনকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সভায় সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন।
ইউপি সদস্য মো. হৃদয় খান আলীম এর সঞ্চালনায় বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য কে এম হারুন রশিদ, মোর্শেদা খাতুন কেয়া প্রমুখ।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ১ থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নেয়া বাচ্চাদের নিবন্ধন অবশ্যই নিশ্চিত করতে হবে। এটি বাধ্যতা মূলক। তিনি আরও বলেন, জন্ম নিবন্ধনের পাশাপাশি মৃত্যু সনদ ও নিশ্চিত করতে হবে। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ১৮ বছরে আগে বিয়ে নয়। আমরা আজকে তথা ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার বিভাগ মেধাবি শিক্ষার্থীরা, যারা স্কুলে আসতে চায়, আমাদের ছোট্ট একটি প্রায়াস হচ্ছে তারা নিজেরা স্বাবলম্বীভাবে সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারে। তাদের যাতায়াত যেন বাধাগ্রস্থ না হয়। তারা যেন মনে করে আমিও অন্যান্য বালকদের সাথে বাইসাইকেল চালিয়ে স্কুলে যেতে পারি।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব জুবায়ের রহমান অপু, ইউপি সদস্য রিপন মিয়া, রফিকুল ইসলাম দুল্লু, শহিদুল ইসলামসহ ইউপি সদস্য ও অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ।