কামারখন্দ প্রতিনিধি: কামারখন্দ উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল হস্তান্তর করেন সিনিয়র সচিব আবু আবু হেনা মো. রহমাতুল মুনির।
কামারখন্দ উপজেলা মিনি অডিটরিয়ামে আয়োজিত বাইসাইকেল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লহ সবুজ, উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, সহকারী কমিশনার ভূমি সুমা খাতুন ।
বেলকুচিতে ১০০ নারী শিক্ষার্থীকে বাইসাইকেল হস্তান্তর
বেলকুটি প্রতিনিধি : শনিবার সকালে বেলকুচিতে ১০০ শিক্ষার্থী মেয়ের নিকট বাইসাইকেল হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান প্রমুখ।
বেলকুচি ও কামারখন্দ উপজেলায় গরীব ও অসহায়, যাদের বাড়ি বিদ্যালয় থেকে অনেক দূরে এ ধরনের মেয়ে শিক্ষার্থীরা বাইসাইকেল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এসময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।