স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বাউল শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠান এর সমাপনী অনুষ্ঠিত হয়। গত ১১ মার্চ, শনিবার সন্ধায় বাজার স্টেশনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা পৌর মুক্তমঞ্চে জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজওয়ানুল ইসলাম, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্বার নাট্যগোষ্ঠীর আহবায়ক স ম আলাউদ্দিন আলা, নাট্যচক্র সাধারণ সম্পাদক সম্পাদক ইমরান মুরাদ।
এসময় প্রধান অতিথি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ নামক দেশ, লাল সবুজের নিজস্ব পতাকা ও মানচিত্র পেয়েছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাংস্কৃতিক চর্চার বিপ্লব ঘটছে। লেখাপড়া, খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়। সিরাজগঞ্জের বাউল শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত চর্চা করে বিভিন্ন উপজেলা ও গ্রাম পর্যায়ে সকল দর্শকদের মনের মাঝে অবস্থান করে নিতে পেরেছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউল শিল্পী গোষ্ঠীর সভাপতি সঞ্জীব সরকার ।