গাছ লাগান পৃথিবীকে বাঁচান- এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সামাজিক সংগঠন দেশ বিদেশের শখের বাগান সিরাজগঞ্জ জেলা সদর উপজেলায় ৫২ জন বাগানির মধ্যে আনুষ্ঠানিকভাবে মিয়াজাকি আম গাছ ও ফল, ফুল ও সবজির বীজ চারা ও গাছ বিতরণ করা হয়।
গত শনিবার বিকেলে ফল, ফুল ও সবজির বীজ চারা ও গাছ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ বিদেশের শখের বাগান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো. রাশিদুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর দাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন, দেশের জলবায়ু পরিবর্তনের জন্য গাছ রোপনের বিকল্প নেই,বাসা বাড়ির ছাদ বেলকুনি আঙ্গিনায় বেশি বেশি ফল ফুল সবজি গাছ রোপণ করতে হবে। নিজেরা ভালো থাকতে ও দেশ বিশ্বকে ভালো রাখতে বৃক্ষ রোপন খুব জরুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সুখ পাখি প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক আহমেদ ও সাইফুল ইসলাম, মোছা. সালমা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুখ পাখি পরিচালনা সন্মানিত সদস্য রাসেল রহমান
উল্লেখ্য দেশ বিদেশের শখের বাগান গ্রুপের এডমিন সবুজের ফেরিওয়ালা প্রবাসী লিটন হোসেন সিলেট থেকে ফল ফুল সবজির বীজ ও গাছের চারাগুলো পাঠিয়েছেন।