কামারখন্দসিরাজগঞ্জ

এনডিপি-এমসিবিপি কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করলেন বাগেরহাট এর জেলা প্রশাসক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিপ্তর এর আওতায় বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন বাগেরহাট জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহা. খালিদ হোসেন। জেলা প্রশাসক ২১ আগস্ট ২০২৩, জেলাটির চিতলমারী উপজেলার মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম মাহাতাবুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) স্বপ্না বেগম, চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান, চিতলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ এনডিপি প্রতিনিধিবৃন্দ।

এসময় জেলা প্রশাসক মহোদয় চিতলমারী ইউনিয়নের আড়ুয়াবর্ণী গ্রামে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় গর্ভবতী মায়েদের নিয়ে ‘মা সমাবেশ’ ও গবেষণা কার্যক্রমের পুষ্টি খাদ্য বিতরণ অনুষ্ঠান পরিদর্শন করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান, চিতলমারী উপজেলা সমন্বয়কারী জনাব মিঠুন কুমার স্বার। অতপর তিনি উপস্থিত ভাতাভোগীদের মায়েদের নিকট থেকে কর্মসূচির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানেন এবং কর্মসূচি থেকে প্রাপ্ত সুবিধা তারা কিভাবে তাদের বাস্তব জীবনে কাজে লাগাচ্ছেন সেসম্পর্কে জানতে চান। পরবর্তীতে তিনি তার বক্তব্যে উপস্থিত সকলকে সরকারের এই প্রকল্পের উদ্দেশ্য ও গর্ভবতী মায়েদের সেবা, যত্ন ও পুষ্টি খাদ্য গ্রহণ ও শিশুর জন্মের গুরুত্বপূর্ণ ১০০০ দিনের যত্ন, খাদ্য গ্রহণ ও শিশুর মানসিক বিকাশে পরিবারের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। 

উল্লেখ্য জাতিসংঘ বিশ^ খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের ৮টি বিভাগে বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button