সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার (২৫ মে) উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদ বিদ্যুতের সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এবারের বাজেটে আয়-ব্যয় হিসেব করে ১৮ হাজার টাকা উদ্বৃত্ব রেখে ১ কোটি ১৯ লাখ ২ হাজার ৪শ ৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ৩ লাখ ২৮ হাজার টাকা ও উন্নায়ন খাতে ১ কোটি ১৫ লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য ব্যয় ১ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৪৫০ টাকা।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবুল বশির, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন আহমেদ, আলহাজ ডা. আবুল হোসেন মিয়া, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শমশের আলী মোল্লা, প্রমূখ।
বাজেট অধিবেশন পরিচালনা করেন খাষকাউলিয়া ইউপি সচিব হাফিজুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী,শিক্ষক,ইমাম, মায়াজ্জিন, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বৃন্দ, দফাদার, গ্রামপুলিশ, বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন।