সিরাজগঞ্জের সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের তৃণমূল পর্যায়ে জন অংশ গ্রহনমুলক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ কল্পে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয় ।
গতকাল বুধবার (৩১মে) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস সবুর।
বাজেট সভায় ৩ কোটি ৫৫ লাখ ৯৪হাজার ৬শত ৮টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব সুমী ঘোষ । এ সময়ে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যও সদস্যাগণসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত, কৃষক, শ্রমিক , দিনমজুর, যুবক-যুবতী, ছাত্র-ছাত্রীরা, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের একাংশ উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সবুর আলী সেখ বলেন, ইউনিয়নের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড এবং বঞ্চিত মানুষের সকল সুযোগ সুবিধা, সকল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য, তিনি ইউনিয়ন বাসীর সহযোগিতা কামনা করেন।